ক্রিপ্টো নিউজ
#
এক বছর আগে ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছিল বিটকয়েন কোন এসেট ক্লাস না। এই বছর তারা তাদের অবস্থান পূনর্বিবেচনা করছে। সম্প্রতি তাদের প্রকাশিতব্য রিপোর্টের কিছু প্রকাশ পেয়েছে যাতে দেখা যাচ্ছে তারা বিটকয়েনকে এসেট ক্লাস হিসেবে বিবেচনা করছে।
#
৪.৫% বিটকয়েন মাইনিং হয় ইরানে। ব্লকচেইন ডেটা ফার্ম এলিপটিকের অনুমান, ইরানের মাইনিং ফার্ম থেকে বছরে ১ বিলিয়ন ডলার রেভেনিউ জেনারেট হবে।
#
বিলিনিয়ার ইনভেস্টর রে দালিও জানালেন তার ইনভেস্টমেন্টে অল্প বিটকয়েন আছে এবং বন্ডের চাইতে তিনি বিটকয়েন প্রেফার করেন।
#
কারদানো নেটওয়ার্কে এক মিলিয়ন ওয়ালেট সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসে কারদানো স্মার্ট কন্ট্রাক্ট ফাংশনালিটি চালু করবে, যার মাধ্যমে নেটওয়ার্কে ডিএপ ডিপ্লয় করা সম্ভব হবে।
#
সাম্প্রতিক বিটকয়েন প্রাইস ক্র্যাশ শুরু হয়েছিল এলন মাস্কের সমালোচনা থেকে যে মাইনরাররা বিতকয়েন মাইন করতে প্রচুর ফসিল ফুয়েল ব্যবহার করছেন। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। এর পরে, চীন বিটকয়েনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এই খবর আসে। ফলে ক্র্যাশ তীব্র হয়।
#
বিটকয়েন ইনভেস্টর মাইক্রোস্ট্র্যাটেজির মাইকেল সেইলর এলন মাস্ক ও উত্তর আমেরিকার বিটকয়েন মাইনারদের সাথে কথা বলে তাদের নিয়ে বসেছিলেন। মাইনিং কে কীভাবে গ্রিন করা হয় এ নিয়ে তারা এলন মাস্কের পরামর্শ শুনেছেন। সেইলর জানালেন, এলন মাস্ক ডিসেন্ট্রালাইজেশনের প্যাশনেট বিলিভার।
#
ব্যাংক টু ব্যাংক আন্তর্জাতিক ট্রান্সফার সহজ, দ্রুত ও স্বস্তা করতে কাজ করছে রিপল। রিপলকে ৫০ ডিসরাপ্টিভ কোম্পানির তালিকায় রেখেছে সিএনবিসি, যে কোম্পানিগুলি খুব দ্রুত ফাইননানশিয়াল ও প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসছে। উল্লেখ্য, রিপলের বিরুদ্ধে আমেরিকান এসইসি এর মামলা চলমান।
#
ইন্দোনেশিয়া কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সি "রুপাইয়া" নিয়ে আসছে।
#
ক্যাথি উডের আর্ক ইনভেস্ট ২০ মিলিয়ন ডলারের বিতকয়েন কিনলো।
#
বিলিয়নিয়ার ইনভেস্টর মার্ক কিউবান পলিগনে ইনভেস্ট করলেন। পলিগন একটি লেয়ার টু ইথেরিয়াম স্কেলিং সল্যুশন। ডিসেন্ট্রালাইজড ফাইনান্স এবং অন্যান্য প্রজেক্ট পলিগনে করছেন ইউজাররা, কারণ ইথেরিয়াম মেইননেটে ফি অনেক বেশি।
ক্রিপ্টো পরিচিতি -
এই সংখ্যার পরিচিতি ডিসেন্ট্রাল্যান্ড।
ডিসেন্ট্রাল্যান্ড ইথেরিয়াম ব্লকচেইনে নির্মিত একটি রোল প্লেয়িং মাল্টিভার্স গেইম। এই ধরণের রোল প্লেয়িং গেইম বা ভার্চুয়াল ওয়ার্ল্ডের ধারণা আগেও ছিল, যেমন জিটিএ ভাইস সিটি গেইম অনেকেই খেলেছেন, যেখানে ভার্চুয়াল রাস্তাঘাট, লোকজন দেখেছেন।
ডিসেন্ট্রাল্যান্ড ভার্চুয়াল দুনিয়ার ফিজিক্যাল কোন অস্তিত্ব নেই। এখানে রাস্তা এবং প্লাজা বাদে যত জায়গা জমি আছে, তা প্লেয়াররা কিনতে পারবেন, ডেভলাপ করতে পারবেন, বিক্রি করতে পারবেন।
আপনি কোন জায়গা কিনলে সেটা যে আপনি কিনেছেন ও মালিক তার প্রমাণ ইথেরিয়াম ব্লকচেইনে থাকবে। তাই বেচা বিক্রি ও মালিকানায় ফ্রডের সম্ভাবনা নেই।
১৬ মিটার বাই ১৬ মিটার সাইজের জায়গা, যার নাম "ল্যান্ড" কেনা যায় ডিসেন্ট্রাল্যান্ডের অফিশিয়াল কারেন্সি "মানা" দিয়ে। এই কয়েন বিভিন্ন কয়েন এক্সচেইঞ্জ থেকে কেনা যায়। আজ (মার্চ ২৫,২০২১ সাল, ৬ টা বিকেল) এক মানা কয়েনের দাম ০.৭৭ ইউ এস ডলার।
এক টুকরা জমি (ডিসেন্ট্রাল্যান্ডে ওয়ান পার্সেল 'ল্যান্ড" অর্থাৎ ১৬ মিটার বাই ১৬ মিটার অংশ) মার্চ ২০২১ সাল পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৬৯০০ মানা কয়েনে, ডলার মূল্যমানে তা প্রায় ৫৩০০ ডলার।
একই ধরণের অন্যান্য গেইমের সাথে ডিসেন্ট্রাল্যান্ডের পার্থক্য হল, এখানে আপনি যা নির্মান করবেন, যা কিনবেন তা আপনার নিয়ন্ত্রণে থাকবে। অন্য গেইমে মূল নিয়ন্ত্রণ থাকে নির্মাতা কোম্পানির কাছে। এবং যেহেতু সব কিছু পাবলিক ইথেরিয়াম ব্লকচেইনে আছে অতএব, স্থায়ী ভাবে থাকবে।
২০১৭ সালে এর শুরু। ডেভলাপাররা আর্জেন্টাইন। তাদের পরিকল্পনা ছিল একসময় তারা পুরা সিস্টেমের দায়িত্ব কমিউনিটির হাতে ছেড়ে দিয়ে তারা তাদের পদ ছাড়বে, সেটা তারা করেছেন। তারা এখন ডিসেন্ট্রাল্যান্ড ফাউন্ডেশনের এডভাইজর, যে ফাউন্ডেশন ডাও (Decentralised Autonomous Organization) ব্যবস্থায় অর্থাৎ প্রতিটি ইউজার অংশ নিয়ে ডিসেন্ট্র্যাল্যান্ডের নিয়ম নীতি পরিবর্তন করতে পারে।
ডিসেন্ট্রাল্যান্ড মার্কেটপ্লেইসে গেলে দেখতে পাবেন সেখানে কাপড় চোপর, ল্যান্ড ইত্যাদি জিনিশ কেনা বেচা হচ্ছে। ভার্চুয়াল সম্পত্তিগুলি অনেক কিনে রাখছেন, এবং পরে ডেভলাপ করে বেশি দামে বিক্রি করছেন। রিয়াল লাইফে জায়গা জমি কিনে রাখার মত।
বি দ্রঃ
এই নিউজলেটার মূল নিউজলেটারের আলাদা সেকশন। অল্প কথায় সাম্প্রতিক ক্রিপ্টো ও ব্লকচেইন নিউজ নিয়ে। প্রতি সংখ্যায় কোন ব্লকচেইন প্রজেক্ট নিয়ে ছোট পরিচিতি থাকবে। নিউজলেটার অনির্দিষ্ট বিরতিতে প্রকাশ পাবে।
এই নিউজলেটারের কোন তথ্য ইনভেস্টমেন্ট পরামর্শ নয়।
ক্রিপ্টো ও ব্লকচেইন ডেভলাপিং প্রযুক্তি। এখানে সিকিউরিটি, রেগুলেশন সহ নানা ধরণের বড় রিস্ক বিদ্যমান। কোন ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করতে হলে নিজস্ব রিসার্চ করে নিজের সিদ্ধান্ত নিজে নিন।