ডাকু সর্দারের তেরোটি প্রজ্ঞা
ডাকু সর্দার
এক
তদের একটা উপদেশ দিতে আসলাম আজ। আমার জীবনে তো বিস্তর অভিজ্ঞতা। একবার আমার বন্ধু ব্ল্যাক সিজারের লগে দেখা করতে গেছিলাম সিজার রকে। ওইখানে, এক রাতে, আমার দলের দুই সদস্য আইসা বলে, সর্দার, বিচার করেন। আপনে তো জানেন আমরা দুইজন জিগড়ি দোস্ত, বিপদে একে অন্যের প্রাণ বাঁচাইছি অনেকবার। কিন্তু এখন একটা ঝামেলায় পড়ে গেছি।
আমি বললাম, খুইলা ক।
তারা যা বলল, একজন আরেকজনরে একটা গোপন কথা বলছিল। এই দ্বীপে যে ব্ল্যাক সিজার হারেম বানাইছে ও লাইমস্টোনের নিচে গুপ্তধন লুকাইয়া রাখছে, ওই বিষয়ে কথাটা।
কিন্তু কথাটা নাকি প্রকাশ হয়ে গেছে, যদিও অন্যজন বলতেছে সে প্রকাশ করে নাই। ব্ল্যাক সিজারের কানে যাওয়ায় সে রেগে আছে। শাস্তি আসতে পারে।
আমি দ্বিতীয়জনরে জিজ্ঞেস করলাম, তুই কি ব্ল্যাক সিজারের বা আমাদের কোন লোকরে কইছস?
সে শপথ কইরা বলল, বলে নাই।
তখন আমি প্রথমজনরে বললাম, আমি বুঝতে পারছি কী হইছে। ওর বউ হইল এন ম্যারি। তুমি তোমার বন্ধুরে বলছো, কিন্তু প্রতিটা লোকের পার্টনার হইল তার ইমোশনাল সাপোর্ট সিস্টেম। ফলে, কথাটা চলে গেছে এন ম্যারির কাছে। সে বলছে তার বন্ধুদেরকে। এইভাবে ছড়াইছে কথাটা।
তবে, বিপদের কারণ নাই। আমার লোকদের হত্যা করবে না ব্ল্যাক সিজার। তোমরা আপাতত নিরাপদ।
এইরকম আরও অনেকবার হইছে। কখনো বড় বিপদেও পড়তে হইছে। তাই তোদের এই উপদেশ দিতেছি, কারো লগে কথা শেয়ার করলে ধইরা নিবি তার পার্টনারের কানেও ওইটা যাইতেছে।
দুই
কী রে! তোদের আজ একটা গিয়ানের কথা বলবো আমার জাহাজ থেকে। দীর্ঘ সমুদ্রযাত্রায় একবার কথাটি আমার মনে উদয় হয়। তোরা মনে রাখবি, অধিকাংশ লোকেই কোন মানুষের বাচ্চারে দেখানো স্নেহ করে উপস্থিত বাচ্চার মা অথবা পিতারে খুশি করার জন্য।
তিন
আজ তোদের আরেকটা গিয়ানের কথা বলি। আমি তখন যুবক। সবে জয়েন করেছি ডাকু সর্দার ব্ল্যাক বিয়ার্ডের দলে। দেখলাম, নতুন লোক নিয়োগ দেয়ার ব্যাপারে কড়া সব নিয়ম কানুন। একদিন ভয়ে ভয়ে গিয়ে ডাকু সর্দার ব্ল্যাক বিয়ার্ডকে জিজ্ঞেশ করে বসলাম, শর্দার, নতুন লোক নিয়োগ দিতে এতো কড়া ক্যানো নিয়ম?
ব্ল্যাক বিয়ার্ড গম্ভীর মুখে বললেন, তর জাহাজে কাদের নিবি, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতায় থাকবি। কিছু লোক আছে যারা পুরা জাহাজই ডুবাইয়া দিতে পারে শুধুমাত্র নিজেরা ক্যাপ্টেন হইতে পারবে না, এই কারণে। জাহাজ চালনা শুধু শক্তি ও কারিগরি হিশাবের বিষয় না, তরে মানুষের প্রকৃতিও ঠিকঠাক বুঝতে হবে। তা না হইলে ভালো ক্যাপ্টেন হইতে পারবি না।

