অর্থনীতি বুঝতে গেলে চাহিদা যোগান, জিডিপি, সুদের হার, বিভিন্ন ফাইনানশিয়াল মডেলে চিন্তা করা হয়। এটা সব জায়গাতেই, বড় বড় বিশ্ববিদ্যালয়ে। একনোমিস্টেরা ম্যাথম্যাটিক্যাল বিভিন্ন মডেল ধরে তাদের তত্ত্ব সাজান, ব্যাখ্যা করেন। মডেলের এক সমস্যা হইল, এখানে অনেক কিছু ধরে নিতে হয়। এই ধরে নিয়া মডেলরে সাজানো হয়, প্রজেকশন করা হয়।
একাডেমিক ওইসব তত্ত্বালোচনার বাইরে একেবারে …