এই ভাইরাল ভিডিও দেখতেছি কয়দিন। শচীন ও ভিনোদ কাম্বলি তাদের কোচের স্মরণ অনুষ্ঠানে গেছেন, তাদের দেখা হইছে। অনেক পাবলিক ভাবতেছেন, শচীন পুরান বন্ধুরে দাম দেন নাই, ইত্যাদি ইত্যাদি।
মানুষের একটা সহানুভূতি কাজ করে ভিনোদের প্রতি ও সুপ্ত ক্ষোভ শচীনের প্রতি। সফলদের প্রতি সাধারণের সুপ্ত ক্ষোভ থাকে, এইজন্য সফলেরা অতি বিনয়ী হইয়া সেই ক্ষোভ থেকে বাঁচার চেষ্টা করে যান।
…