এক্সপেরিয়েন্সিং সেলফ এবং রিমেম্বারিং সেলফ
যেহেতু অতীত এবং স্মৃতি নিয়া কথা আসলো, তাই মনস্তত্ত্ববিদ ড্যানিয়েল কায়নেম্যান এবং তার সহ গবেষকদের কাজের কথা বলা যায় এই বিষয়ে।
তাদের ইনসাইট, মানুষ প্রতিদিন যা এক্সপেরিয়েন্স করে তার সব স্মৃতিতে জমা থাকে না। স্মৃতিতে জমা থাকে খুবই খারাপ এবং খুবই ভালো অর্থা পিক-এন্ড ঘটনা। এবং অনেকদিন পরে মনে করলে ঐ পিক-এন্ড ঘটন…