কী হবে অথবা হাউ টু লিভ
এই জীবন কীভাবে যাপন করিব
এই লেখায় আমি ক্যামনে এই জীবন যাপন করতে হবে, এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করব। বুঝতে হইলে মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে না বুঝার, ভুল বুঝার আশঙ্কা থাকবে।
একটা ফেয়ার কয়েন নিয়ে আমি পাঁচবার টস করলাম, তাহলে কি ২.৫ বার হেড এবং ২.৫ বার টেইল উঠবে? অর্থাৎ, ৫০%।
না।
যেমন এখানে তিনবার হেড উঠছে, অনুপাত ৬০%। যখন আমরা ১০ বার, এরকম কম সংখ্যক বার টস করব তখন অনুপাত ৫…


