জিজ্ঞাসা করার মাধ্যমে কোন কিছু পাওয়া বা পাইতে যাবার রাস্তা তৈরি হয়। এটা একটা পাওয়ারফুল স্কিল।
এমনিতে মানুষ গুগলরে বা চ্যাট জিপিটে যত প্রশ্ন জিজ্ঞাসা করেন, অন্য মানুষদের অত জিজ্ঞেস করেন না। কারণ জিজ্ঞেস করার মাধ্যমে তিনি ওই বিষয়ে জানেন না তা প্রকাশিত হয়। এটা গুগল বা চ্যাট জিপিটির কাছে প্রকাশিত হলে সমস্যা নাই, কিন্তু অন্য মানুষের সামনে প্রকাশিত হলে মানুষ ন…