ক্ষমা চাওয়া নিয়া এই বিষয়ে আমি কয়েকবার লেখছি নানা জায়গায়। মানুষের এই বিষয়ে আগ্রহ আছে, তারা বুঝেন না যে ক্ষমা চাওয়া বা ক্ষমা জিনিশটা কী ও কীভাবে কাজ করে।
কেন জামাতরে বা পাকিস্তানরে ক্ষমা চাইতে বলা হয়, বা এই প্রসঙ্গ তুলে আনা হয়।
এইটা এই না যে তুমি ক্ষমা চাইবা ও আমি ক্ষমা করে দিব। অনেকে দেখাইতে চাইছেন, পাকিস্তান কয়েকবার ক্ষমা চাইছে বাংলাদেশে যুদ্ধের জন্য। তাও এই ক্ষমা প্রসঙ্গ উঠে।
জ্যাক দেরিদা ক্ষমারে ব্যাখ্যা করছিলেন দার্শনিক ভাবে। পলিটিকাল ক্ষমার প্রস্তাব, রেকনসিলিয়েশন ইত্যাদিতে শর্ত দেয়া হয়। ক্ষমা চাইতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এইগুলা হইল শর্তযুক্ত ক্ষমা, এবং একটা বিনিময়। কখনোই ট্রু ক্ষমা না।
আবার, কেউ হালকা কোন একটা কিছু করল, ওইটারে ক্ষমা করা কি কোন ক্ষমা হয়? নাকি ট্রু ক্ষমা হইতে গেলে কৃত কাজ ক্ষমার অযোগ্য হইতে হয়?
সাধারণ কিছু হইলে ওইটারে তো আর মিনিংফুল ক্ষমা বলা যায় না।
আবার ক্ষমার অর্থ এইটাও হয় না যে ঘটনাটা ভুলে যাইতে হবে। কারণ ভুলে গেলে, অর্থাৎ, ধরা যাক, তার স্মৃতি থেকে মুছে গেছে জিনিশটা, তখন তো আর ক্ষমার গুরুত্ব থাকে না। বরং ক্ষমার গুরুত্ব তখনই যখন তার পুরা ঘটনা মনে আছে, কিন্তু তাও সে ক্ষমা করে।
যখন ক্ষমা করার শর্ত হিশেবে ক্ষমা চাইতে বলা হয়, তখন কর্তার ট্রু ক্ষমা করার ইচ্ছা না থাকতে পারে, সে চাইতে পারে হাইয়ার মরাল অথরিটি নিয়া এক্সপ্লয়েট করতে। বার বার ক্ষমা চাওয়ানো এরকম একটা কাজ। পলিটিকাল এরিনায় এমন এক্সপ্লয়টেশন হইতে পারে বলে দেরিদা সতর্ক করে গেছিলেন।
জামাতের ক্ষেত্রে যেটা হয়, তারা যেহেতু বুঝতে পারে এটা শর্তযুক্ত ক্ষমা ও এক্সপ্লয়েট করবে রাজনৈতিক কারণে, তাই তারা ক্ষমা চায় না, বরং ওই অবস্থানরেই আইডেন্টিটি বানাইয়া উপস্থাপন করতে চায় নিজেদের সমর্থকদের মাঝে ও সমাজে, যেন এইখানে গর্হিত কিছু নাই। যা ছিল সব শেষ হয়ে গেছে। অন্যথায়, লজিক্যালি দেখলে জামাত বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতি করে না যে তাদের মুক্তিযুদ্ধের সময়ে অবস্থান নিয়া ক্ষমা চাইলে রাজনীতি শেষ হয়ে যাবে। তারা তো ভারত ভাগও চায় নাই।
ট্রু ক্ষমা, যেইটা কোন শর্ত দাবী করে না, দাবী করে না যে তোমারে ক্ষমা চাইতে হবে, এমন ক্ষমা কি পলিটিকাল জায়গায় চর্চা সম্ভব?
মক্কা বিজয়ের পরে ইসলামের মহানবী যখন বলছিলেন, 'নবী ইউসুফ যেইটা বলছিলেন তার ভাইদের সেইটা আমি আজ তোমাদের বলব, No blame will be upon you today. Go, for you are free. - ওইটা ছিল ট্রু ক্ষমা।