সাধুর সমাধি ও গেইম থিওরি
...অন লাইফ
আজ এক সাধুর গল্প শুনলাম, যার নাম রমেশ শিল বা এরকম কিছু। তিনি এক পীরের মুরিদ হইয়া বড় সাধু হইয়া গেছিলেন। একসময় তার মরণ হয়।
মরণের পরে ভক্তরা দুইদলে ভাগ হইয়া যান। মুসলমান ভক্তরা তারে কবরস্থ করতে চান, হিন্দু ভক্তরা তারে দাহ করতে চান।
মুসলমানেরা সংখ্যায় বেশী ছিলেন, তাই কবরস্থই করা হয়।
হিন্দু ভক্তরা এটা মানতে পারেন নাই। তারা এক রাতে দলবল নিয়া আসেন গোপনে, আইসা …

