আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে সাম্প্রতিক দুইটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ওপেন এ আই ৯ জুলাই থেকে তাদের এপিয়াই এক্সেস চায়নায় ব্যান করে দিবে। এর আগে তারা জানাইছিল চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া এবং ইরান থেকে কিছু একাউন্ট তাদের প্রযুক্তি ব্যবহার করে সাইবার এটাক, ফিশিং ইত্যাদি করার চেষ্টা করছিল, এই অভিযোগে তারা ওদের ব্লক করে।
রিসেন্টলি, চায়নায় এপিয়াই এক্সেস পুরাই ব্লক করার সিদ্ধান্ত নিছে।
এই পদক্ষেপের ফলে চায়না এলএলএম মডেল নিয়া কাজ করা কোম্পানিগুলা গ্রো হইতে পারবে বলে মনে হয়। এবং এইখানে বিগ কোম্পানি, যেমন আলীবাবা, টেনসেন্ট এদের লাভ হবার কথা, কারণ তারা এ-আই কোম্পানিগুলারে ফান্ডিং করছে ও করবে সামনে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিউজ, হাগিং ফেইসে সবচাইতে সেরা এলএলএম মডেল হিশাবে র্যাংকিং এ আগাইয়া এখন আলীবাবার ওপেন সোর্স কুয়েন মডেল, দ্বিতীয় অবস্থানে মেটার এলএলএম। হাগিং ফেইস তাদের র্যাংকিং প্রকাশ করছে, যেখানে টপ টেনের এক, তিন এবং দশ নাম্বার স্থান আলিবাবার কুয়েন মডেলের।
চায়না জেনারেটিভ এ-আই রেইসে আছে, এবং সম্ভবত আলিবাবাই এর নেতৃত্ব দিবে।

