মানুষের স্বাভাবিক এক হতাশা আছে, যেইটা প্রায়ই হয় চলে যায়, ওইটা নিয়া কোন কথা নাই। কিন্তু যখন কোন ব্যক্তি হতাশ হইয়া ওইটারে আইডেন্টিটি বানাইয়া ফেলে, তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়, সে তার লাইফ থেকে সইরা যায় বা পালাইতে চায়, সুন্দর সম্পর্কগুলা নষ্ট করে ফেলে, এইটা আমার খারাপ লাগে। বিরক্তও লাগে, কারণ এটা করার কোন যুক্তি নাই।
এখন কেউ বলতে পারে, তার লাইফ নিয়া সে কী করবে, সে কেমনে ফিল করে আপনি কী জানেন। এইটা কোন যৌক্তিক কথা হইতে পারে না, কারণ একই লজিকে কোন ড্রাগ এডিক্টও বলতে পারে, আমি কী ফিল করতেছি, কেন ড্রাগ নিতেছি আপনে এর কী বুঝেন। অর্থাৎ, পয়েন্টটা এখানে সে যে তার লাইফরে ডেস্ট্রয় করতেছে ওইটারে তার বিষয়, তার স্বাধীনতা বলে মেনে নেয়া যায় না।
আবার এইটাও ঠিক, আপনি কাউরে বাধ্য করতে পারবেন না। ইভেন সে ড্রাগ নিতে থাকলে, কোন অথোরিটি পাওয়ার না থাকলে তারে বাঁধা দেয়া যায় না।
মানুষের জীবনে নানা ধরণের সমস্যা থাকে। সাময়িক হতাশ হবার মত বিষয় চলে আসে। এইগুলার সাথে ফাইট করেই তারে তার যাত্রাটা কন্টিনিউ করতে হয়। প্রতিটা ফিল্মে এইজন্য একটা স্ট্রাগলের গল্প দেখা। হোক সেটা প্রেমের ফিল্ম, রিভেঞ্জ ফিল্ম, বা সামাজিক ড্রামা। মানুষ রিলেট করে ওই স্ট্রাগলটার লগে, আগ্রহ পায়, দেখে।
হতাশ ব্যক্তিদের ক্ষেত্রে আমি লক্ষ করছি, মোটিভেশন দিয়া কাজ হয় না। তাদেরকে কোন যুক্তি, উদাহরণ দেখাইয়া ইনসাইট দেয়া যায় না। এখান থেকে আমার ধারণা হইছে, মানুষরে আগে এইগুলা দিতে হয়। তার আগে যদি একটা ভালো সিস্টেম ডেভ্লাপ করা থাকে, সে যদি চিন্তায় এন্টি ফ্র্যাজাইল হয়, তার মেন্টাল টাফনেস যদি থাকে, তাহলে হতাশ হবার মত পরিস্থিতি সে কাটিয়ে উঠতে পারে অল্প সময়ে।
আরেকটা ভুল বুঝার জায়গা, হতাশার বিপরীতে মানুষ হাসি আনন্দরে দেখে। আমি এটারে ভুল মনে করি। হাসি আনন্দ আলাদা আরেকটা জিনিশ। কেউ হাসে, আনন্দ করে, এক্সটোভার্ট এর মানে এই না যে সে হতাশায় পড়বে না। এমন হইতে পারে সে হাসি আনন্দ করে কিন্তু হতাশায় পড়লে উঠার মত ক্ষমতা বা স্কিল তার কম। ফলে তার হতাশাটা বেশী হয়।
আবার, অন্য আরেক লোক দেখা যাইতে পারে, হাসি আনন্দ করে কম, আবার হতাশও হয় না বেশী।
হতাশার প্রসঙ্গ আসলে আমার নাসিম তালেবের একটা কথা মনে হয়, রিমেম্বার ইউ আর এ ব্ল্যাক সোয়ান।
"I am sometimes taken aback by how people can have a miserable day or get angry because they feel cheated by a bad meal, cold coffee, a social rebuff or a rude reception. We are quick to forget that just being alive is an extraordinary piece of good luck, a remote event, a chance of occurrence of monstrous proportions. Imagine a speck of dust next to a planet a billion times the size of earth. The speck of dust represents the odds in favor of your being born; the huge planet would be the odds against it. So stop sweating the small stuff. Don’t be like the ingrate who got a castle as a present and worried about the mildew in the bathroom. Stop looking at the gift horse in the mouth – remember you are a Black Swan."
তিনি যা লেখতেছেন তার সারমর্ম, আমি মাঝে মাঝে অবাক হইয়া যাই দেইখা যে মানুষের সামান্য বিষয় নিয়া রাগান্বিত বা হতাশ হইয়া উঠে। আমরা দ্রুত ভুইলা যাই যে এই বাইচা থাকাটাই এক মিরাকল। এই জন্ম হবার সম্ভাবনা খুবই খুবই কম ছিল। ভাবেন পৃথিবীর চেয়ে বিলিয়ন গুণ বড় কোন গ্রহের পাশে একটি ধুলোর কণার মতো ভাসতে থাকা এক সম্ভাবনা, আপনার দুনিয়াতে জন্ম হওয়ার সম্ভাবনা ওই ধুলি কণার মতো ক্ষীণ ছিল; আর না হওয়ার সম্ভাবনা সেই বিশাল গ্রহের মতো বিরাট।
তাও এই মুহুর্তে আপনে আছেন, দুনিয়াতে। মিরাকল হিশেবে আপনার এই আসা।
আর পৃথিবীতে মানুষের ইতিহাস দেখলে, আপনার পূর্বপুরুষেরা ওই হাজার হাজার বছর ধরে, হান্টার গেদারার, জঙ্গলের সমাজ, নগর সমাজ, বাষ্পীয় ইঞ্জিন, কত মহামারী, যুদ্ধ বিগ্রহ, প্রেম ও বিচ্ছেদ, হতাশা, হিংস্রতা, রাজতন্ত্র, গণতন্ত্র, রাজনৈতিক উত্থান পতনের পরেও টিকে ছিল, এইজন্যই আপনে আজ এই মুহুর্তে জগতে দণ্ডায়মান।
এই যুক্তিতে চিন্তা করলে হতাশ হইয়া পইড়া থাকার কিছু থাকে না। যা আসছে, ওইটারে অতিক্রম করা যাবে, কারণ ইতিহাসে এর চাইতে বড় বড় সমস্যাও অতিক্রান্ত হইছে, এখনো হবে, আগামীতেও হবে।
♥️
Thanks