রিস্ক বিষয়ে
রিস্ক
কেউ কোন রিস্ক নিচ্ছে বললে - আদৌ ওইটা কোন রিস্ক কি না তা বুঝার জায়গা হইল, ওইখানে তার লস করার জায়গা আছে কি না।
যদি কেউ রিস্ক নেয় এবং লস করে তাহলে সে আসলেই রিস্ক নিছিল। আবার, যদি সে লাভ করে, কিন্তু ঐখানে লস হইতেও পারত তাহলেও ওইটা রিস্ক।
কিন্তু যদি কোনভাবেই লস হবে না এমন অবস্থা হয়, তাহলে ওইটা রিস্ক না। রিস্কের বেসিক সংজ্ঞাতেই এটা আছে, লসের জায়গা না থাকলে ওই…

