মধ্যযুগের অন্যতম বিস্ময়কর একটা বই হচ্ছে শয়তানের বাইবেল বা কোডেক্স গিগাস। এর গল্পটা এরকম, ১৩শ শতকে একজন পাদ্রী ছিলেন, যার ল্যাটিন নাম হারমেনাস হেরেমিটাস, বর্তমান চেক প্রজাতন্ত্রের বেনেডিকটাইন মনাস্টারিতে। তিনি খুব গর্হিত কোন এক অপরাধ করে বসেন। এইজন্য এবট তাকে মৃত্যুদণ্ড দেন। তিনি এবটকে অনেক অনুরোধ করে রাজী করান যে, তিনি যদি পৃথিবীর সমস্ত জ্ঞান এক বইয়ে জড়ো করতে পারেন এক রাতের মধ্যে, যে বই মনাস্টারির মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিবে, তাহলে তার মৃত্যুদণ্ড রহিত করা হবে।
শয়তানের বাইবেলে শয়তানের ছবির অর্থ কী?
মধ্যযুগের অন্যতম বিস্ময়কর একটা বই হচ্ছে শয়তানের বাইবেল বা কোডেক্স গিগাস। এর গল্পটা এরকম, ১৩শ শতকে একজন পাদ্রী ছিলেন, যার ল্যাটিন নাম হারমেনাস হেরেমিটাস, বর্তমান চেক প্রজাতন্ত্রের বেনেডিকটাইন মনাস্টারিতে। তিনি খুব গর্হিত কোন এক অপরাধ করে বসেন। এইজন্য এবট তাকে মৃত্যুদণ্ড দেন। তিনি এবটকে অনেক অনুরোধ করে রাজী করান যে, তিনি যদি পৃথিবীর সমস্ত জ্ঞান এক বইয়ে জড়ো করতে পারেন এক রাতের মধ্যে, যে বই মনাস্টারির মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিবে, তাহলে তার মৃত্যুদণ্ড রহিত করা হবে।